• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৪০ অপরাহ্ন

শিক্ষককে গুলি করে মারলো ইসরায়েল

/ ৮৭ বার পঠিত
আপডেট: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
ফিলিস্তিনি

ফিলিস্তিনি এক শিক্ষককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েরি বাহিনী দাবি করেছে নিহত ব্যাক্তি তাদের গাড়ি চাপা দিতে চেয়েছিলো। তবে নিহতের পরিবারের দাবি, গাড়ির নিয়ন্ত্রণ হারিয়েছিলেন তিনি।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, এটা একটা উদ্দেশ্য প্রনোদিত হত্যাকাণ্ড।

ফিলিস্তিনের পশ্চীম তীরের নাবলুস শহরে এ ঘটনা ঘটেছে। গত কয়েক বছরের মধ্যে তীব্র সংঘাত চলছে এই অঞ্চলে।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, একজন সৈন্য এবং একজন পুলিশ কর্মকর্তা একটি গাড়িকে দ্রুত গতিতে আসতে দেখে। তারা মনে করেন, এটি তাদের ধাক্কা দেওয়ার জন্য সরাসরি তাদের দিকে এগিয়ে যাচ্ছে। ওই সৈন্য তখন গাড়ির দিকে গুলি চালায়। নিহত ব্যাক্তি ৩৬ বছর বয়সী শিক্ষক তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন বলে দাবি করেছে তার পরিবার।

৩১ শে মার্চ থেকে‌ ইসরায়েলের সামরিক বাহিনীর ‘জঙ্গিবিরোধী’ অভিযান শুরু করার পর থেকে পশ্চিম তীরে কমপক্ষে ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশ বেসামরিক নাগরিক।


আরো পড়ুন