• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:২৩ অপরাহ্ন

ইভিএমের পক্ষে-বিপক্ষে যে দলগুলো

/ ১৯১ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

ডেস্ক রিপোর্টঃ

দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর ২০২৩ সালের নভেম্বরে হবে তফসীল। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে দ্বাদশ সংসদ নির্বাচনের এ রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এ সময় আসন্ন নির্বাচনে ইভিএমের পক্ষে-বিপক্ষে মত দিয়েছে রাজনৈতিক দলগুলো। ইভিএমে ফিঙ্গার ম্যাচ না করলে ব্যালটে ভোটগ্রহণের শর্তে ইভিএমের পক্ষে মত দিয়েছে বেশ কয়েকটি দল।


ইভিএমের পক্ষে যে দলগুলো- বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট- বিএনএফ, জাকের পার্টি, জাতীয় পার্টি- জেপি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি -এনপিপি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল -এম.এল, জাতীয় সমাজতান্ত্রিক দল -জাসদ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট।

এদিকে ইভিএমের বিপক্ষে যে দলগুলো- বাংলাদেশ কংগ্রেস, জাতীয় পার্টি, গণফ্রন্ট, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন -এনডিএম, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ, গণফোরাম, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি -বাংলাদেশ ন্যাপ ও কৃষক শ্রমিক জনতা লীগ।

এদিকে, অসুস্থ থাকার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তাই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।


আরো পড়ুন