• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:০৩ পূর্বাহ্ন

ভবন ধসে সিরিয়ায় নিহত ১১

/ ১২৮ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে বুধবার একটি পাঁচতলা আবাসিক ভবন ধসে অন্তত ১১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘আল-ফারদৌস এলাকায় ধসে পড়া ওই ভবনের ধ্বংসস্তূপের নিচে ছয় নারী, তিন শিশু ও একজন পুরুষের মৃতদেহ পাওয়া গেছে। আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এক নারী ও শিশুকে। ’

ঘটনার পর আশেপাশের ভবনগুলো খালি করতে শুরু করেছে উদ্ধার কর্মীরা।

আশেপাশের দুই একটি ভবনও ধসে যেতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। পতিত ওই ভবনটি কর্তৃপক্ষের সম্মতি ছাড়াই অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল বলে জানা গেছে।
সিরিয়া যুদ্ধে আলেপ্পোর বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে যায়। ফলে বাধ্য হয়েই ক্ষতিগ্রস্ত বা আংশিকভাবে মেরামত করা ভবনে বাস করতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের। যার ফলে ভবন ধসার মতো মর্মান্তিক দুর্ঘটনার ঝুঁকি নিয়েও সেখানে থাকতে হচ্ছে তাদের।


আরো পড়ুন