• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন

নগরীতে যানজটের মুল ব্যাটারিচালিত অটোরিক্সা: জিবির নামে চাঁদাবাজি!!

/ ৩৩০ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯

বিশেষ প্রতিনিধিঃ- কুমিল্লা নগরীতে যানজট নিত্যদিনের সঙ্গী। এই যাজটের মুল কারন ব্যাটারি চালিত অটোরিক্সা। বেপোরোয়া চলাচল আর নিয়ন্ত্রনহীন অটোবাইক জেলা ট্রাফিক পুলিশ দফায় দফায় অভিযান চালিয়ে আটক করেও নিয়ন্ত্রন করা সম্ভব হচ্ছে না। যার ফলে দাবিয়ে বেড়াচ্ছে লাইসেন্সহীন এই অটোবাইক।

অভিযোগে রয়েছে স্থানীয় এমপির নাম ভাঙ্গিয়ে জিবির নামে এসব অটোবাইক নিয়ন্ত্রন ও লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করছে একটি মহল।
সিএনজি অটোরিকশা সরকারকে প্রতি বছর রাজস্ব দিলেও, কোন ধরনের রাজস্ব দিচ্ছে না এই ব্যাটারিচালিত ইজিবাইক মালিক ও চালকরা।
সরেজমিনে গিয়ে দেখাযায়, যারা এসব জিবির নামে চাঁদা আদায় করছে তারা কোন সংগঠনের সাথে সম্পৃক্তা নেই। নেই কোন রেজিস্টেশন। শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ পয়েন্টে যানজট সৃস্টি করে যাত্রী উঠা নামা করায় প্রতিদিনই লেগে থাকে দির্ঘ যানজট। লোকবল কম থাকায় এই যানজট নিরশনে কোন প্রকার নিয়ন্ত্রন করতে পারছে না জেলা ট্রাফিক বিভাগ। স্থানীয়ারা জানান বেপোরোয়া এই অটোবাইকের জানযট ও চাঁদাবাজদের আইনের আওতায় এনে জানযট নিরশনে মুক্তি পেতে চায় নগরবাসী।


আরো পড়ুন