• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:১৬ অপরাহ্ন

ঝিনাইদহে বিএমএসএফ’র ১৪ দফা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

ডেস্ক রিপোর্ট / ৩৭৬ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

ঝিনাইদহ, বুধবার, ১৩ অক্টোবর, ২০২১: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১৪ দফা দাবি আদায়ের লক্ষে ঝিনাইদহ প্রেসক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় প্রেসক্লাব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএসএফ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। ঝিনাইদহ প্রেসক্লাব সভাপতি এম রায়হান এতে সভাপতিত্ব করেন।

প্রধান আলোচক ছিলেন বিএমএসএফ এর কেন্দ্রীয় সিনিয়র সহ- সভাপতি সাঈদুর রহমান রিমন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল কবির সোহেল, এমএ আকরাম, নুরুন্নহার সীমা ও সহ-সাংগঠনিক মোনালিসা মৌ।

মতবিনিময় সভা সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সহ-সম্পাদক কে এম সালেহ।

বক্তব্য রাখেন প্রেসক্লাব সাবেক সভাপতি ও কালেরকন্ঠের প্রতিনিধি সাইফুল মা’বুদ, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি আজাদ রহমান, প্রেসক্লাব আইসিটি সম্পাদক শাহানুর আলম, প্রচার সম্পাদক শামিমুল ইসলাম, ঝিনাইদহ রিপোর্টার্স ইউনিটির সাবেক সম্পাদক পল্লব মিয়া, হরিনাকুন্ড প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু প্রমূখ।

সভায় উপস্থিত সাংবাদিকরা বিএমএমএফ ঘোষিত ১৪ দফা দাবির সাথে একমত পোষণ করে এবং অবিলম্বে ঝিনাইদহে জেলা কমিটি গঠনের দাবি করেন। আগামি ১৭ অক্টোবর সাংবাদিক সসুরক্ষা আইন প্রণয়নের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে ঝিনাইদহ জেলাসহ ৫টি উপজেলা থেকে স্মারকলিপি পাঠানোর সিদ্ধান্ত গ্রহন করা হয়। মতবিনিময় সভায় প্রায় একশত জন সাংবাদিক উপস্থিত ছিলেন।


আরো পড়ুন