• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:১৩ অপরাহ্ন

ষড়যন্ত্রের অভিযোগে জর্ডানের বাদশাহ’র সৎভাই গৃহবন্দী

অনলাইন ডেস্ক / ১৬৮ বার পঠিত
আপডেট: রবিবার, ৪ এপ্রিল, ২০২১

জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সৎভাই প্রিন্স হামজাহ বিন হুসেইনকে গৃহবন্দি করে রাখা হয়েছে। হামজা জর্ডানের প্রয়াত বাদশা হুসেইন ও তার প্রিয় স্ত্রী রানি নূরের বড় ছেলে।

তবে দেশটির সেনাবাহিনী সিংহাসনের সাবেক উত্তরসূরি প্রিন্স হামজাহকে আটক কথা অস্বীকার করলেও শনিবার একটি ভিডিওটেপের মাধ্যমে প্রিন্স হামজাহ নিজেই বিবৃতি দিয়ে তাকে গৃহবন্দি রাখার কথা বলেছেন।

বিবিসি জানায়, কথিত একটি অভ্যুত্থান ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে গ্রেপ্তার করার পর ওই ভিডিওটি পাঠান হামজা।

তারা জানিয়েছে, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে লক্ষ্যস্থল করতে ব্যবহার করা হতে পারে এমন পদক্ষেপ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে হামজাকে।

যুক্তরাজ্যের হ্যারো স্কুল ও রয়্যাল মিলিটারি একাডেমি, স্যান্ডহার্স্টের গ্র্যাজুয়েট হামজা যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করেছেন। তিনি জর্ডানের সশস্ত্র বাহিনীতেও দায়িত্বপালন করেছেন।

১৯৯৯ সালে হামজাকে জর্ডানের ক্রাউন প্রিন্স ঘোষণা করা হয়েছিল। হুসেইনের মৃত্যুর পর ‍হামজাকে কম বয়স ও অনভিজ্ঞ বিবেচনা করে উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করা হয়নি। তার বদলে আব্দুল্লাহ জর্ডানের বাদশা হন।


আরো পড়ুন