• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:২০ অপরাহ্ন

বিটিআরসিতে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

অনলাইন ডেস্ক / ২০২ বার পঠিত
আপডেট: রবিবার, ১৪ মার্চ, ২০২১

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। প্রতিষ্ঠানটির অধিনে অস্থায়ী ভিত্তিতে বাস ও ট্রাকের জন্য কিছু সংখ্যক ‘বাস/ট্রাক চালক’ শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। ‘বাস/ট্রাক চালক’ পদে মোট ১০৪ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নাম: বাস/ট্র্যাক চালক।

পদসংখ্যা: ১০৪ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারী প্রার্থীর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং কর্মক্ষেত্র কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অনূর্ধ্ব ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।

বেতন: জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ৯৩০০-২২৪৯০ (গ্রেড-১৬) টাকা বেতন দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের সদ্যতোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ড্রাইভিং লাইসেন্সের দুই কপি ফটোকপি, চারিত্রিক সনদপত্র, নাগরিক সনদপত্র ও শিক্ষাগত যোগ্যতার ফটোকপি ডাকযোগে/সরাসরি পাঠাতে হবে নিম্নোক্ত ঠিকানায়।

ঠিকানা: জেনারেল ম্যানেজার (প্রশা ও পার্সো), বিআরটিসি ও সদস্যসচিব, নিয়োগ ও পদোন্নতি কমিটি।

আবেদনের শেষ তারিখ: ১১ এপ্রিল, ২০২১।

সূত্র: যুগান্তর, ১২ মার্চ, ২০২১।


আরো পড়ুন