• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৫:২৪ অপরাহ্ন

স্কুল খোলায় ৪ শিক্ষককে, অর্থদণ্ড ও ১৪ দিনের কারাদণ্ড !

/ ৪১৪ বার পঠিত
আপডেট: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
স্কুল খোলায় ৪ শিক্ষককে, অর্থদণ্ড ও ১৪ দিনের কারাদণ্ড !
স্কুল খোলায় ৪ শিক্ষককে, অর্থদণ্ড ও ১৪ দিনের কারাদণ্ড !

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার গিলাবাড়ীতে সরকারি বিধি অমান্য করে বিদ্যালয় খুলে পাঠদান কার্যক্রম পরিচালনা করার দায়ে ৪ শিক্ষককে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে ওই স্কুলের চার শিক্ষককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে  সদর উপজেলার গিলাবাড়ী আদর্শ কিন্ডার গার্ডেনে অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত চার শিক্ষক গিলাবাড়ী আদর্শ কিন্ডার গার্ডেনের।

করোনার কারণে চলতি বছরের মার্চ মাস থেকে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। বাড়ানো হয়েছে কয়েক ধাপে ছুটি। তবে আগামী অক্টোবর মাসে স্কুল খোলার সম্ভাবনা রয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে আভাস পাওয়া যাচ্ছে।


আরো পড়ুন