• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৭:৫৫ অপরাহ্ন

মহাসড়কে রপ্তানি পোশাক চুরি চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৪

/ ৯২ বার পঠিত
আপডেট: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩

মহাসড়কে রপ্তানি পোশাক চুরি চক্রের মূলহোতাসহ ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে র‍্যারের গণমাধ্যম শাখার মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

সংঘবদ্ধ চক্রের মূলহোতার নাম শাহেদ। শাহেদ এ পর্যন্ত ৮ বার গ্রেপ্তার হয়েছে জানিয়ে র‍্যাব বলছে, ৫০ সদস্যের চক্র পরিচালনা করতো শাহেদ।

আসল নাম শাহেদ হলেও সবাই তাকে বদ্দা নামেই চিনত। চুরির জন্য তার চক্রের অন্তত ২০টি কাভার্ড ভ্যান রয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে ১৮টি। ২০০৪ থেকে এ পর্যন্ত দুশোর বেশি চুরি করেছে শাহেদ ও তার চক্রটি।
র‍্যাব জানায়, চুরি করা পণ্যের বাজার যাচাই করে মূল্য নির্ধারণ করতো চক্রটি। এরপর এসব পোশাক অসাধু বায়ার হাউজের কাছে বিক্রি করা হতো। মাঝে মাঝে দেশি বায়ারদের কাছেও বিক্রি করতো এসব পণ্য।


আরো পড়ুন