• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৭:৩৯ পূর্বাহ্ন

৪০ লাখের বেশি মামলা বিচারাধীন : আইনমন্ত্রী

/ ১৬৯ বার পঠিত
আপডেট: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩

বর্তমানে সারাদেশের আদালতগুলোতে ৪০ লাখের বেশি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার (১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, বর্তমানে দেশের আদালতে ৪০ লাখ ৪ হাজার ৭টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে দেওয়ানি মামলা ১৬ লাখ ৪৭ হাজার ৭৯০টি, ফৌজদারি মামলা ২৪ লাখ ১০ হাজার ৪৪৪টি এবং অন্যান্য মামলা ১ লাখ ১৮ হাজার ১৮৯টি।

তিনি বলেন, বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। বিচারকের সংখ্যা বাড়ানো, অবকাঠামো উন্নয়ন ও বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তিসহ বিভিন্ন পদক্ষেপের ফলে মামলা দ্রুত নিষ্পত্তিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।

সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।


আরো পড়ুন