• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৭:৩৪ অপরাহ্ন

বাণিজ্য মেলায় বিক্রি ১০০কোটি, রপ্তানি আদেশ ৩০০কোটি টাকার

/ ১৩১ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩

পর্দা নামল ২৭তম ঢাকা আর্ন্তজাতিক বাণিজ্য মেলার৷ এক মাসব্যাপী মেলায় পণ্য বিক্রি হয়েছে প্রায় ১০০কোটি টাকার। আর রপ্তানি আদেশ এসেছে প্রায় ৩০০ কোটি টাকার।

বিকেলে বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে এমন তথ্য জানান, বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি৷ এসময় মন্ত্রী বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধসহ নানা বৈশ্বিক সংকটের পরেও এবছর ৬৭ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য অর্জন সম্ভব। এবারের মেলায় ৩৫ লাখ মানুষের উপস্থিতি হয়েছে।

যা গত বছরের তুলনায় অনেক বেশি। তবে আগামীতে মেলায় পণ্য বিক্রি বাড়ার সঙ্গে বাড়বে সুযোগ-সুবিধাও এমন আশাবাদ রপ্তানি উন্নয়ন ব্যুরোর। মেলার সমাপনী অনুষ্ঠানে ১৪ টি ক্যাটাগরিতে ৪৭টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়।


আরো পড়ুন