• বুধবার, ০১ মে ২০২৪, ০১:০১ পূর্বাহ্ন

সরকারি কর্মকর্তাদের জন্য অনলাইনে গৃহঋণ কার্যক্রম চালু

/ ১১৭ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

সরকারি কর্মকর্তাদের গৃহঋণ কার্যক্রম সহজ করতে অনলাইন কার্যক্রম চালু করেছে অর্থ মন্ত্রণালয়। সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাশেষে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার (২৯ নভেম্বর) এক সভায় তিনি বলেন, এই কার্যক্রমের মাধ্যমে ঋণ আবেদন দ্রুত নিষ্পত্তি হবে। সেইসাথে এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলেও দাবি করেছেন তিনি।

এসময় তিনি বলেন, ডিজিটাল ব্যবস্থাপনার কারণে লম্বা লাইন ধরে হয়রানি পোহাতে হয় না পেনশনারদের। সহজেই টাকা পেয়ে যাচ্ছেন তারা। ২০১৮ সালে এই ঋণ কার্যক্রম চালু হয় সরকারি কর্মকর্তা, বিচারক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য। ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে তারা এই ঋণ পেয়ে থাকেন।


আরো পড়ুন