• বুধবার, ০১ মে ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ন

খাদ্যশস্যের গুণগতমান ঠিক রাখতে হবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

/ ১১৬ বার পঠিত
আপডেট: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

উৎপাদনের পাশাপাশি খাদ্যশস্যের গুণগতমান ঠিক রাখতে হবে বলে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২২ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এ কথা বলেন তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, শুধু ফসল উৎপাদন করলেই হবে না। পাশাপাশি খাদ্যশস্যের গুণগতমান ঠিক রাখতে হবে। খাদ্যশস্যের পুষ্টিগুণ ঠিক রেখে মজুত করতে হবে। প্রয়োজনে বিদেশি উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে।

এ ছাড়া শেখ হাসিনা পরিবেশের ক্ষতি করে যেকোনো কাজ না করারও নির্দেশনাও দিয়েছেন বলে জানান পরিকল্পনামন্ত্রী। এম এ মান্নান জানান, প্রধানমন্ত্রী বলেছেন—প্রকল্প বাস্তবায়নে যেন খালগুলো ভরাট না হয়। ঢাকার খালগুলো ঠিক রাখতে হবে। এ ছাড়া অহেতুক ভূমি অধিগ্রহণ না করা যাবে না। এ ছাড়া বারবার প্রকল্পের মেয়াদ বাড়ানো যাবে না বলেও নির্দেশনা দেন সরকারপ্রধান।

এদিন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে আটটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৪ হাজার ৮২৬ কোটি ২১ লাখ টাকা।


আরো পড়ুন