• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৩:৪৭ অপরাহ্ন

“স্বামীর নির্যাতনে গৃহবধূর উপর” অতিষ্ঠ হওয়া গ্রাম বাসীর মানববন্ধন – ভিডিও

/ ১৩৫ বার পঠিত
আপডেট: শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

মোঃ হাবিবুর রহমান, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলার ১ং ভাঁরশো ইউনিয়নের ভাঁরশো করাতিপাড়া গ্রামে আব্দুর রাজ্জাক (৩৫) নামে এক যুবক তার স্ত্রীকে বিভিন্ন ভাবে মানবিক ও পাশবিক ভাবে আকলিমা খাতুন (২১)কে স্বামীর নির্যাতন গৃহবধূর উপর অতিষ্ঠ হওয়া স্থানীয় গ্রাম বাসীরা সহিতে না পেরে আব্দুর রাজ্জাকের শাস্তি দাবিতে মানববন্ধন করেছেন। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার সময় আব্দুর রাজ্জাকের বাড়ির সংলগ্ন রাস্তায় ভাঁরশো করাতিপাড়া গ্রামের বুলবুল হোসেনের সভাপত্বিতে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন , বুলবুল হোসেন, এনামুল কোরাতি , গুলজান বিবি ও আকলিমা বিবি, তারা জানান বিগত ১২ বছর আগে তাদের ভালোবেসে বিয়ে হয় । বিয়ের কিছুদিন ভালো চলছিলো রাজ্জাক -আকলিমার সংসার । কিন্তু তার একটি সন্তান হওয়ার পর থেকে রাজ্জাক তার স্ত্রীকে প্রায় মারধর করে আমরা মাঝেমধ্যে সমাধান করে দিয়েছি কিন্তু তাতেও কোন লাভ হয়নি তার পরেও নির্যাতন করতো পরে আমরা সহ্য করতে না পেরে আমরা এলাকাবাসী ও ভুক্তভোগী আকলিমা কে নিয়ে মানববন্ধন করি । বক্তরা মানব বন্ধনে আব্দুর রাজ্জাকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


আরো পড়ুন