• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন

বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালে যান চলাচল স্বাভাবিক!

/ ১০৫ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালের কোনো প্রভাব নেই সড়কে। প্রতিদিনের মতো রাজধানীর সড়কগুলোতে নির্বিঘ্নে চলছে যানবাহন।

এর আগে জ্বালানি তেল, ইউরিয়া সার, পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধা বেলা হরতাল ডাকে। তবে হরতালের সমর্থনে জোটের নেতাকর্মীদের মিছিল হলেও ছিল না কোনো উত্তাপ।হরতাল শুরু হলেও রাজধানীর বায়তুল মোকাররম, জিরো পয়েন্ট, গুলিস্তান, প্রেস ক্লাব এলাকার সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক দেখা যায়।

এদিকে, হরতালের সমর্থনে পল্টন মোড়, প্রেসক্লাব ও শাহবাগ এলাকায় বক্তব্য আর স্লোগান দিয়ে অবস্থান করতে দেখা যায় বামজোটের নেতাকর্মীদের। হরতালে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


আরো পড়ুন