• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৪:১৪ পূর্বাহ্ন

নজরুল ইন্সটিটিউটে কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা প্রতিনিধি / ১৮৪ বার পঠিত
আপডেট: বুধবার, ৩ আগস্ট, ২০২২

কবিতা, কাব্য বা পদ্য হচ্ছে শব্দ প্রয়োগের ছান্দসিক কিংবা অনিবার্য ভাবার্থের বাক্য বিন্যাস— যা একজন কবির আবেগ-অনুভূতি, উপলব্ধি ও চিন্তা করার সংক্ষিপ্ত রুপ এবং তা অত্যাবশ্যকীয়ভাবে উপমা-উৎপ্রেক্ষা-চিত্রকল্পের সাহায্যে আন্দোলিত সৃষ্টির উদাহরণ।

বুধবার (০২ আগস্ট ২০২২ খ্রিঃ) সন্ধ্যায় কুমিল্লা কবি নজরুল ইন্সটিটিউট মিলনায়তনে কবি সাহিত্যিকদের উপস্থিতিতে কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উপ-সচিব ডক্টর সফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আক্তারুজ্জামান আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি ও ছড়াকার বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মাস্টার, জেলা শিল্প কলা একাডেমির কালচারাল অফিসার আয়াজ মাহমুদ,নজরুল গবেষক পীযুষ কুমার ভট্রাচার্য, নজরুল ইসলাম ইন্সটিটিউট এর পরিচালক মোঃ আল আমিন, সূর্য শিখা সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা রেহেনা রহমান, নিরাপদ চালক চাই বাংলাদেশ সংগঠনের সংগ্রামী নির্বাহী সদস্য রোকসানা ইসলাম দুলালী, জয়নাল আবেদীন রনি ভাই, সালাউদ্দিন সুমন ভাই, সহকারী অধ্যাপক জোবায়দা খান, সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল, কবি রানা হাসান, কবি রোকসানা ইয়াসমিন মনি, রুমানা আল মামুন, সমতটের কাগজের সম্পাদক ও প্রকাশক জামাল উদিন দামাল , কবি নুরুল আমিন, সাংবাদিক কবি ও লেখক মোঃ আবদুল আউয়াল সরকার, সুজন মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম শিশির, সাজ্জাদ হোসেন, মামুন প্রমুখ।


আরো পড়ুন