• সোমবার, ০৬ মে ২০২৪, ১০:১১ অপরাহ্ন

বেনাপোলে ১৫টি স্বর্ণেরবার সহ যুবক আটক !

মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি / ২০৪ বার পঠিত
আপডেট: শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্ত থেকে ১ কেজি ৭শ ৫০ গ্রাম ওজনের ১৫ টি স্বর্ণের বারসহ রানা হামিদ (২৬) নামে একজন স্বর্ণপাচারকারী কে আটক করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে ১৫টি স্বর্ণেরবার সহ তাকে হাতেনাতে আটক করা হয়। আটক স্বর্ণপাচারকারী রানা খলশী গ্রামের আব্দুল গফফার আলীর ছেলে।

বেনাপোল পুটখালী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার লাবলু মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে খলশী বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের বার সহ রানা হামিদ কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।


আরো পড়ুন