• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০২:৪৭ অপরাহ্ন

পাঁচ মাস পর মসজিদ খুলে দিল দক্ষিণ সুদান

/ ২৯৪ বার পঠিত
আপডেট: শনিবার, ২৯ আগস্ট, ২০২০
পাঁচ মাস পর মসজিদ খুলে দিল দক্ষিণ সুদান
পাঁচ মাস পর মসজিদ খুলে দিল দক্ষিণ সুদান

দীর্ঘ পাঁচ মাস পর আফ্রিকা মহাদেশের দুক্ষিণ সুদানের মসজিদ পুনরায় খোলা হলো। গতকাল শুক্রবার (২৮ আগস্ট) দেশটির মসজিদে নিয়মিত নামাজ শুরু হয়। করোনা মহামারিরোধে গত মার্চ মাস থেকে দেশটির সব মসজিদ বন্ধ থাকে।

দক্ষিণ সুদানের ইসলামিক কাউন্সিলের প্রধান আবদুল্লাহ বারাজ রাউল কঠোর স্বাস্থ্যবিধি মেনে সব মসজিদ খোলার ঘোষণা দেন। ধীরে ধীরে সেখানকার সব মসজিদ খোলা হবে জানান তিনি।

আবদুল্লাহ বারাজ বলেন, ‘কুয়েতের সঙ্গে এবাদতের স্থান মসজিদগুলো আমরা ধীরে ধীরে খোলা শুরু করেছি। মসজিদে আগমনকারীদের অবশ্যই স্বাস্থ্যবিধি অনসরণ করে মসজিদে আসতে হবে। ফেস মাস্ক পরিধান, নিরাপদ দূরত্বসহ হাত ধোয়া সবার জন্য বাধ্যতামূলক।’

দক্ষিণ সুদানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হন দুই হাজার ৫১৯ জন। সুস্থ হন এক হাজার দুই শ ৯০ জন এবং মৃত্যু বরণ করেন ৪৭জন।


আরো পড়ুন