• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৬:৩১ অপরাহ্ন

কৌশলে পিকআপের বক্সের ভিতর ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার ০৩

/ ৪৩ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
কৌশলে পিকআপের বক্সের ভিতর ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার ০৩

নিজস্ব প্রতিবেদক:
অদ্য ১০ এপ্রিল ২০২৪ ইং তারিখ ভোরে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে পিকআপের পিছনের ডালার নিচে বিশেষভাবে তৈরীকৃত বক্সের ভিতর করে মাদক বহনকালে আনুমানিক ১২,০০,০০০/- (বারো লক্ষ) টাকা মূল্যমানের ৪০ (চল্লিশ) কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১/ মোঃ নাজিম উদ্দিন (৩৬), পিতা: মোঃ আবুল হাশেম, সাং: নোয়াগ্রাম, থানা: চৌদ্দগ্রাম, জেলা: কুমিল্লা, ২/ মোঃ সাদ্দাম হোসেন ওরফ্ব আবু সাঈদ (৩৬), পিতা: মৃত গোলাপ মিয়া, সাং: আশকোনা, থানা: দক্ষিণখান, ঢাকা ৩/ মোঃ জামাল হোসেন ওরফে বাতেন (৩৭), পিতা: মোঃ মফিজুল হক, সাং: ধোপাখোলা, থানা: কোতয়ালী মডেল, জেলা: ময়মনসিংহ’সহ বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত ০১টি পিকআপ (সিঙ্গেল কেবিন) জব্দ করা হয়।

৩/ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে মাদক বহন করার জন্যই জব্দকৃত পিকআপটি বিশেষভাবে প্রস্তুত করে। দীর্ঘদিন ধরে তারা এই অভিনব কৌশলে মাদক বহন করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মদকদ্রব্য সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো পড়ুন