• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৬:২১ অপরাহ্ন

বিভিন্ন ট্রাক, বাস ও সিএনজি থেকে অবৈধভাবে চাঁদা আদায়কালে মূল হোতাসহ ০৭ জন গ্রেফতার

/ ৩৯ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
বিভিন্ন ট্রাক, বাস ও সিএনজি থেকে অবৈধভাবে চাঁদা আদায়কালে মূল হোতাসহ ০৭ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি ফেনী জেলার দাগনভূইয়া পৌরসভা এলাকায় ফেনী-নোয়াখালী সড়কের জিরো পয়েন্ট এলাকায় ট্রাক, মিনি ট্রাক, বাস, সিএনজি থেকে জোরপূর্বক অবৈধভাবে চাঁদা আদায় এবং বিভিন্ন ড্রাইভারদের চাঁদার জন্য মারধর করা সংক্রান্ত বিভিন্ন অভিযোগের ভিত্তিতে র‍্যাব-৭, চট্টগ্রাম উক্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। নজরদারির এক পর্যায়ে সরেজমিনে অভিযোগের সত্যতাসহ চাঁদাবাজ চক্রের বিভিন্ন হোতাদের সন্ধান পায় এবং সরেজমিনে চাঁদা আদায়ের কিছু চিত্র ধারণ করতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ০৮ এপ্রিল ২০২৪খ্রিঃ তারিখ আনুমানিক ০৪:৩০ মিনিট হতে সন্ধ্যা ০৬:৩০ মিনিট পর্যন্ত বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ১/ আনোয়ার হোসেন (২৬), পিতা: মফিজ উল্লাহ, সাং: আমানউল্লাহপুর, থানা: দাগনভূঞা, ২/ আব্দুল আল রাজু (২২), পিতা: আব্দুল শুক্কুর, সাং: আটকাইম, থানা: সোনাগাজী, উভয় জেলা: ফেনী, ৩/ মোঃ ইউসুফ (৪৮), পিতা: মৃত আবুল বাশার, সাং: ইসলামপুর, ৪/ মোঃ রমজান আলী (৩০), পিতা: আব্দুল খালেক, সাং: উত্তর চিধরপুর, ৫/ মোঃ মাঈন উদ্দিন (৪২), পিতা: আব্দুল ওয়াহাব, সাং: উত্তর চাঁদপুর, ৬/ মোঃ জাকির হোসেন (৩০), পিতা: মৃত সিরাজুল হক, সাং: আমির উদ্দিন সওদাগর বাড়ি, সর্ব থানা: দাগনভূঞা, জেলা: ফেনী এবং ৭/ মোঃ আলাউদ্দিন (৩৫), পিতা: মৃত আবুল কাশেম, সাং: কোম্পানীগঞ্জ, থানা: কোম্পানীগঞ্জ, জেলা: নোয়াখালী’দের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশী করে তাদের নিজ হাতে বের করে দেয়া মতে বিভিন্ন গাড়ী হতে আদায়কৃত চাঁদার নগদ ৩৩ হাজার ২শত ২৫ টাকা এবং চাঁদা আদায়ের বিপুল পরিমান ভূয়া রশিদ বহি উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ ফেনী জেলার দাগনভূঞা পৌরসভা এলাকায় বিভিন্ন পরিবহন চালকদের ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক অবৈধভাবে নামে বে-নামে ভ‚য়া রশিদ অথবা কখনো কৌশলে বিভিন্ন ব্যক্তি/প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে মাসিক ভিত্তিতে মোটা অংকের অর্থ চাঁদাবাজি করে আসছিল। এছাড়াও উক্ত এলাকায় প্রতিদিন লাইনম্যানরা সকাল-বিকাল দুইটি শিফটে প্রতিটি ট্রাক, মিনি ট্রাক, বাস এবং সিএনজি অটোরিক্স থেকে প্রতিবার আসা-যাওয়ার সময় ২০ টাকা থেকে শুরু ১০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করে মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামি এবং আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার দাগনভূঞা থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো পড়ুন