• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৭:১৭ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ওমরা হজ করে আসা সাজেদা”কে হুমকি থানায় অভিযোগ দায়ের

/ ৬১ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার শিমরাইকান্দি এলাকার সাজেদা বেগম নামে এক নারী ওমরা হজ পালন করার জন্য স্বামী সহ সৌদি আরব যায়, গত (১৭ ফেব্রুয়ারি), মোয়াল্লেম ইব্রাহিম মোল্লার মাধ্যমে,
হজ্ব পালন শেষেে ( ২ মার্চ) বাংলাদেশে ফিরে আসেন।
এক মাস অতিবাহিত হলে মোয়াল্লেম ইব্রাহিম মোল্লা সহ কয়েকজন লোক নিয়ে শিমরাইলকান্দি বসত বাড়িতে এসে ৮ ভরি ওজনের স্বর্ণের বার দিয়েছে বলে দাবি করেন, সাজেদা বেগমের কাছে। সেই সাথে সাজেদা বেগমের পরিবারকে প্রাণনাশের হুমকি দেন মোয়াল্লেম ইব্রাহিম মোল্লা। যে কোনো সময় তাকে তুলে নিয়ে যাবে এবং ছেলে বাকেরকেও তুলে নিয়ে যাওয়ার হুমকি প্রদান করেন। এ বিষয়ে ব্রাহ্মণবাড়ীয়া সদর মডেল থানায় সাজেদা বেগম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। বর্তমানে অভিযোগ টি ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার এস আই আতিকের কাছে তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে ইব্রাহিম মোল্লার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদেরকে জানান সাজেদা বেগম ও তার স্বামী দুই জনকেই আমি ওমরাতে সৌদি আরবে পাঠাই, ওমরা শেষে সাজেদা বেগম দেশে আসলে আমি একটি চেইন একটি হাতের রুলি ও একটি আংটি সাজেদা বেগমের কাছে দিয়ে দেই, এবং বলে দেই বাংলাদেশ থেকে আমার এক আত্মীয় এসে আপনার কাছ থেকে এগুলি নিয়ে যাবে, কিন্তু আমার আত্মীয়কে না দিয়ে দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া চলে যায়, ওনাদেরকে আমি হুমকি দিয়েছি এ কথাগুলো ঠিকনা। এ ব্যাপারে ভুক্তভোগী সাজেদা বেগমের কাছে জানতে চাইলে তিনি জানান, উনি আমার কাছে কিছুই দেয়নাই। উনি মিথ্যা কথা বলছে।


আরো পড়ুন