• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০২:৩৫ পূর্বাহ্ন

সাবালিকা, কবি- সুফিয়া ডেইজি

/ ৫৫ বার পঠিত
আপডেট: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

কখনো কখনো নিজের
চাওয়া গুলো কে ভীষণ তুচ্ছ
আর তাচ্ছিল্যময় মনে হয়।

মনে হয় সবটুকু বুঝের মধ্যে
আমি এক শুন্য বাতাস
দোল খায়, বাজ খায়
তবু নিজের আক্কেলের
ঠাঁই নাই নিজের চেতনে।

টান নেই প্রবাহের গতিপথে
জোরহীন কবজির তাবিজে।
আমি একটা ইচ্ছে শক্তি
যেখানে একমুখী স্রোতের তোলপাড়
নেই জলোচ্ছ্বাস, নেই ঘূর্নিঝড়।

একটা ছোট্ট নদীর মতো
দেখতে বলে নাম হয়েছে বিল
স্বপ্ন আঁকি সমুদ্র প্রায়
নির্বাচনে শাপলা ফুটাই।

ঢের ভরেছে পুরাণ হিসেব
কলমি লতার গায়
পা দুটো আজ শ্যাওলা পাড়ায়
শ্যাতশ্যাতে হাওয়া খায়।

জলের নাগাল ভাটি পুরে
উপুড় হয়ে ধায়
হিসেব বিনা অংক কষে
শুন্য পুরাণ পায়।

চাওয়ার ছিলো ঝিনুক মালা
গহিনকূলের ফুল
ডেইজি ফুলে তুষ্ট হয়ে
পরান হলো খুন।

শ্যাওলা জলে মিশে সে খুন
হলো পিত্তি বরণ
আমি এখন বেঁচে আছি
না হয় যতদিন মরণ!


আরো পড়ুন