• রবিবার, ০৫ মে ২০২৪, ০৬:৪৬ পূর্বাহ্ন

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

/ ১০০ বার পঠিত
আপডেট: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

অনলাইন ডেস্ক:-
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি ও সাপ্তাহিক শুক্রবার থাকায় আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য দুই দিন বন্ধ থাকার পর পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালের দিকে ভারতে মাছ রপ্তানির মধ্য দিয়ে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

এর আগে গেলো বৃহস্পতিবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি ও সাপ্তাহিক শুক্রবার থাকায় দুই দিনের বন্ধের ফাঁদে পড়েছিল আমদানি-রপ্তানি বাণিজ্য। আজ শনিবার সকালে পুনরায় মাছ রপ্তানির মধ্য দিয়ে আমদানি রপ্তানি শুরু হয়।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ হাসান আহমেদ ভুঁইয়া বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি থাকায় আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। তবে বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আগের মতোই স্বাভাবিক ছিল।


আরো পড়ুন