• রবিবার, ০৫ মে ২০২৪, ০৩:২১ পূর্বাহ্ন

গণমাধ্যমের ওপর ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে ভিন্নমত যুক্তরাষ্ট্রের

/ ১০২ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

অনলাইন ডেস্ক:-
গণমাধ্যমের ওপর ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে ভিন্নমত দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তারা জানিয়েছে, এই নিষেধাজ্ঞা শুধুমাত্র রাজনৈতিক দল, বিরোধী দল ও ব্যক্তিত্ব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহীনির ওপর প্রযোজ্য।

মঙ্গলবার হোয়াইট হাউজের নিয়মিত ব্রিফিংয়ের সময়ে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারকে বাংলাদেশের গণমাধ্যমের ওপর ভিসা নিষেধাজ্ঞা রয়েছে কি না প্রশ্ন করা হয়। এসময় মিলার বলেন, আমাদের নিষেধাজ্ঞা শুধুমাত্র রাজনৈতিক দল, ব্যক্তি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহীনির ওপর।

এর আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস জানান, সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হওয়া গণমাধ্যমের ওপরও ভিসা নিষেধাজ্ঞা দিতে পারে ওয়াশিংটন। রোববার একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এসব বলেন পিটার হাস।


আরো পড়ুন