• বুধবার, ০১ মে ২০২৪, ০৮:১৪ পূর্বাহ্ন

উপজেলা সাংবাদিকতার মান খুবই খারাপ : পানিসম্পদ প্রতিমন্ত্রী

/ ৪৯ বার পঠিত
আপডেট: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

অনলাইন ডেস্কঃ-
পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব. জাহিদ ফারুক শামীম এম‌পি বলেছেন, দেশের উন্নয়নে সাংবাদিকদের বড় অবদান রয়েছে। কিন্তু জেলা উপজেলায় সাংবাদিকতার মান খুবই খারাপ।

তিনি বলেন, ঢাকা থেকে একটি কার্ড দি‌য়ে ছেড়ে দিলেই হবে না। তাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শেখাতে হবে।

মান বাড়লে সাংবাদিকতার উপর মানুষের আস্থা আস‌বে।
রোববার বরিশাল সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। পর্যটন কেন্দ্র কুয়াকাটায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনিরুল আলম স্বপন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মহিববুর রহমান মুহিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, আফরোজা আক্তার ডিউ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ আবদুল্লাহ সাদীদ, কুয়াকাটা পৌরসভার মেয়র মো. আনোয়ার হোসেন, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. লস্কর নুরুল হক প্রমুখ।


আরো পড়ুন