• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:২৫ পূর্বাহ্ন

তেলের খোঁজে সৌদিতে জার্মান চ্যান্সেলর

/ ১০০ বার পঠিত
আপডেট: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

দুই দিনের সফরে সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ। শনিবার জেদ্দা বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান মক্কা অঞ্চলের গভর্নর প্রিন্স খালিদ বিন ফয়সাল আল সৌদ।

এরপর তিনি সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করতে আল সালাম রাজপ্রাসাদে যান।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া তেল ও গ্যাস সরবরাহ উল্লেখযোগ্য হারে কমিয়ে দেয়।

এর পরিপ্রেক্ষিতে তেলসমৃদ্ধ আরব এই দেশে সফর করছেন তিনি। সৌদি আরবের সাথে জ্বালানি বানিজ্যে সম্মত হওয়ার আশা করছেন জার্মান চ্যন্সেলর। সফরে তার সাঙ্গে আছেন জ্বালানি শিল্প সংশ্লিষ্টদের বড় একটি দল।  

সরকারি সূত্র এএফপিকে জানিয়েছে, বিশ্বের অন্যতম জ্বালানি তেল রপ্তানিকারক দেশ সৌদির সাথে ‘দৃঢ় সম্পর্ক’ প্রয়োজন জার্মানির।

শনিবার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে সৌদি আরব ত্যাগ করেছেন জার্মান চ্যান্সেলর। রবিবার সকালে আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সাথে দেখা করার কথা রয়েছে তার।


আরো পড়ুন