• শনিবার, ০৪ মে ২০২৪, ১২:৫১ অপরাহ্ন

জেল থেকে বেরিয়েই গাড়ি চাপা দিলেন কিশোরকে

/ ৭৭ বার পঠিত
আপডেট: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

মাতাল অবস্থায় গাড়ি চালানো ও মাদকদ্রব্য পরিবহন করায় ২০২১ সাল থেকে যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দি ছিলেন কিথ ব্রাজিয়ার নামের ২৮ বছরের যুবক। অবশেষে কারাগার থেকে মুক্তি পান তিনি। এর পরপরই গাড়ি নিয়ে বেড়িয়ে পড়েন রাস্তায়। ফের মাতাল অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ১৪ বছরের এক বালকের উপর গাড়ি উঠিয়ে দেন তিনি।

এতে সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় ওই বালকের। দুর্ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে।
ম্যাসন নেলসন নামের ওই বালক স্কুলের হয়ে বেসবল দল তৈরি করছিলেন। বেসবল অনুশীলন শেষে দুই বন্ধুর সাথে বাড়ি ফিরছিল নেলসন। হঠাৎ দ্রুতগামী গাড়িটি নেলসনেকে ধাক্কা দিয়ে চলে যায়। বাকি দু’জনও এতে আঘাত প্রাপ্ত হয়েছেন। তবে মৃত্যু হয় নেলসনের।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ‘সন্ধ্যা ৬টার দিকে একটি দ্রুতগামী এসইউভি গাড়ি তাদের ধাক্কা দেয়। দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে প্যারোলের একটি কারাগার থেকে মুক্তি পায় সে। আমাদের গোয়েন্দা তথ্য মতে মদ্যপান অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ব্রাজিয়ার। এ সময় নেলসনকে হত্যা করা হয় ও তার দুই বন্দুকে গুরুতর আহত করা হয়। ’

তার বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে মামলা করেছে গ্যালভেস্টন পুলিশ। ডিডভলিউআইয়ের তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে তিনি। তাকে ৫ লাখ ডলারের বন্ডে রাখা হয়েছে।


আরো পড়ুন