• শনিবার, ০৪ মে ২০২৪, ০২:২১ অপরাহ্ন

লিজ ট্রাসকে ‘সত্যিকারের বন্ধু’ বললেন ইসরায়েলের প্রেসিডেন্ট

/ ৮৭ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে ‘সত্যিকারের নতুন বন্ধু’ হিসেবে অভিহিত করেছেন ইসরাইলের প্রেসিডেন্ট ইয়ার লাপিড। এক অভিনন্দন বার্তায় এ কথা জানান লাপিড। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট।

সোমবার ওই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরেই লিজ ট্রাসকে অভিনন্দন বার্তা পাঠান লাপিড।

তিনি বলেন, ‘আমার নতুন বন্ধু, ইসরাইলের সত্যিকারের বন্ধু লিজ ট্রাসকে আমি অভিনন্দন জানাই। যুক্তরাষ্ট্র ও ইসরাইল ‘একটি উন্নত ভবিষ্যতের জন্য যৌথভাবে কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আমাদের দেশের জন্য এবং আমাদের নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আশা করছি। ‘
মঙ্গলবার রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন লিজ ট্রাস। গত ৭ জুলাই কনজারভেটিভ পার্টির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন পদত্যাগ করার ঘোষণা শুরু করেন। জানা গেছে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন বরিস।

কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান স্যার গ্রাহাব ব্রাডি জানিয়েছেন, লিজ ট্রাস পেয়েছেন ৮১, ৩২৬ ভোট। অন্যদিকে সুনাক পেয়েছেন ৬০,৩৯৯ ভোট। সব সদস্যের মধ্যে ৮২.৬ ভাগ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।


আরো পড়ুন