• শনিবার, ০৪ মে ২০২৪, ০১:৪৩ অপরাহ্ন

বরিস জনসনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রানী

/ ৮১ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

লিজ ট্রাস যুক্তরাজ্যের তৃতীয় নারী প্রধানমন্ত্রী নবনির্বাচিত হওয়ার পর বরিস জনসনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রী বরিস তাঁর স্ত্রী ক্যারিকে নিয়ে রানির সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। বাকিংহাম প্যালেস বরিসের পদত্যাগপত্র গ্রহণ করার বিষয়টি নিশ্চিত করেছে।

বিবিসি জানিয়েছে, বরিস বালমোরাল ছেড়ে যাওয়ার পর সেখানে রানির সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন লিজ ট্রাস।

এরইমধ্যে বালমোরালে পৌঁঁছেছেন তিনি।  

৭০ বছর ধরে ব্রিটেনে রানির পদে অধিষ্ঠিত আছেন দ্বিতীয় এলিজাবেথ। তাঁর অধীনে লিজ ট্রাস হতে যাচ্ছেন ১৫তম ব্রিটিশ ও তৃতীয় নারী প্রধানমন্ত্রী। প্রথম নারী হিসেবে মার্গারেট থ্যাচার ১৯৭৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ব্রিটেনের সরকার পরিচালনা করেন। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত এ দায়িত্ব সামলান টেরিজা মে।

রক্ষণশীল হলেও ট্রাসের বেড়ে ওঠা অক্সফোর্ডের একটি বামপন্থি পরিবারে। ছিলেন মধ্যপন্থি লিবারেল ডেমোক্র্যাটদের কিশোরী সদস্য। মাত্র ১৯ বছর বয়সে রাজতন্ত্রের বিলুপ্তির আহ্বান জানিয়ে আলোচনায় আসেন তিনি।


আরো পড়ুন