• শনিবার, ০৪ মে ২০২৪, ০৫:১৫ পূর্বাহ্ন

বিশ্বে প্রথম কফিমন্ত্রী জো কুলি

/ ১০১ বার পঠিত
আপডেট: রবিবার, ২৮ আগস্ট, ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউ গিনির কফিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন জো কুলি। গত মঙ্গলবার দেশটির নতুন মন্ত্রীসভায় তাঁকে কফি মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। ফলে তিনিই বিশ্বের প্রথম কফিবিষয়ক মন্ত্রী হলেন। এর আগে জো কুলি দেশটির কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক উপমন্ত্রী ছিলেন।

নিউজটাইমসইউএস এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চলতি মাসে নির্বাচন হয় পাপুয়া নিউগিনিতে। সেই নির্বাচনে জয়ী হন বর্তমান প্রধানমন্ত্রী জেমস মারাপ্পে। যদিও ওই নির্বাচন ঘিরে বির্তক সৃষ্টি হয়। তবে সেই বির্তক পেছনে ফেলে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী জেমস মারাপ্পে নতুন মন্ত্রিসভার ঘোষণা করেন। তাঁর মন্ত্রিসভায় নতুন দুটি পদ সৃষ্টি করা হয়। এর একটি হচ্ছে, কফিমন্ত্রী ও আরেকটি পাম তেলবিষয়ক মন্ত্রী।

কফিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন জো কুলি। পাম তেলবিষয়ক মন্ত্রী হয়েছেন পার্লামেন্ট সদস্য ফ্রান্সিস মানেকে।

প্রধানমন্ত্রী জেমস মারাপ্পে বলেন, দেশের অর্থনীতি সমৃদ্ধ ও কৃষিকাজ নির্দিষ্ট করার লক্ষ্য নিয়েই তিনি এ দুটি মন্ত্রণালয় সৃষ্টি করেছেন।

বর্তমানে দেশটির কফিশিল্প চ্যালেঞ্জের মুখে। প্রধানমন্ত্রীর প্রত্যাশা, নতুন কফিমন্ত্রী নিয়োগে এ পরিস্থিতির পরিবর্তন হবে এবং রাজস্ব আয় আরও বাড়বে।


আরো পড়ুন