• শনিবার, ১১ মে ২০২৪, ০৯:২৮ পূর্বাহ্ন

নির্বাচন কমিশনার নিয়োগে আইন প্রণয়নের উদ্যোগ আরেক তামাশা : খন্দকার মোশাররফ হোসেন

অনলাইন ডেস্ক / ৩৪৬ বার পঠিত
আপডেট: শনিবার, ২২ জানুয়ারি, ২০২২

রাষ্ট্রপতির সংলাপের পর নির্বাচন কমিশনার নিয়োগে আইন প্রণয়নের উদ্যোগকে আরেক তামাশা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মোশাররফ বলেন, জনগণকে বিভ্রান্ত করতেই নির্বাচন কমিশন গঠনে সরকারের প্রণীত খসড়া বিলটি সংসদে উত্থাপন করা হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর বিকল্প নেই বলেও মন্তব্য করেন বিএনপি নেতা।

খন্দকার মোশাররফ আরও বলেন, আন্তর্জাতিকভাবে যে নিষেধাজ্ঞা আসছে, সরকারের প্রতি সেটা অনেক বড় সতর্কবার্তা। লবিষ্ট নিয়োগ বিষয়ে বিএনপির এই নীতি-নির্ধারক বলেন, নিজেদের অপকর্ম আড়াল করতে জনগণের টাকা দিয়ে বিদেশে লবিস্ট নিয়োগ করেছে সরকার।


আরো পড়ুন