• বুধবার, ০১ মে ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক

জয়ন্ত সাহা যতন , সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি / ৩৩৫ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

গাইবান্ধার সুন্দরগঞ্জে ছিন্নমূলের শীতার্ত শতাধিক মানুষের মাঝে কম্বল ও শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তহবিল থেকে এসব কম্বল ও শিশু খাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) আব্দুল মতিন।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলার সোনারায় ইউনিয়নের ফতেখা গ্রামের শুকানপুকুর গুচ্ছগ্রামে এসব কম্বল ও শিশু খাদ্য বিতরণ করা হয়। ঘন কুয়াশা ও কনকনে শীতে হঠাৎ জেলা প্রশাসনের কম্বল পেয়ে আবেগআপ্লুত হন শীতার্ত মানুষ গুলো।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইদ্রিস আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুতফুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, সোনারায় ইউপি চেয়ারম্যান সৈয়দ বদিরুল আহসান সেলিম প্রমুখ।

জেলা প্রশাসক আব্দুল মতিন বলেন, এই কনকনে শীতে কোনো দুস্থ পরিবার যেন সরকারের বরাদ্দকৃত শীতবস্ত্র থেকে বাদ না যায় তাই সরকারের নির্দেশনায় ছিন্নমূলের মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দেয়া হচ্ছে। এই শীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত।


আরো পড়ুন