• রবিবার, ০৫ মে ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র যেতে লাগবে না করোনা টিকা

/ ১০০ বার পঠিত
আপডেট: বুধবার, ৩ মে, ২০২৩

অনলাইন ডেস্ক:-
মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে আর লাগবে না করোনা টিকা। আগামী ১১ মে থেকে আকাশপথে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য করোনার টিকার বিধি শেষ হবে হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে। গত সোমবার হোয়াইট হাউজের বরাতে এ খবর প্রকাশ করেছে এএফপি।

মার্কিন কেন্দ্রীয় সরকারের কর্মী ও ঠিকাদারদের জন্য টিকা গ্রহণের প্রয়োজনীয়তার বিধিও একই দিন শেষ হবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

একই দিন যুক্তরাষ্ট্রে করোনা-সংক্রান্ত জনস্বাস্থ্য জরুরি অবস্থাও শেষ হবে। হোয়াইট হাউজের বিবৃতিতে আরও বলা হয়েছে, মূলত যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ এবং মৃত্যুহার কমে যাওয়ায় কেন্দ্রীয় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

২০১৯ সালের শেষ দিকে বিশ্বজুড়ে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়লে বেশ কিছু কঠোর বিধিনিষেধ আরোপ করে যুক্তরাষ্ট্র। যার মধ্যে অন্যতম ছিল যদি কোনো বিদেশি নাগরিক বিমানপথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হলে তাকে বাধ্যতামূলকভাবে করোনার টিকা নিতে হবে এবং এর প্রমাণপত্র দেখাতে হবে।


আরো পড়ুন