• শনিবার, ০৪ মে ২০২৪, ০৭:১৩ অপরাহ্ন

রাজা তৃতীয় চার্লসকে রাষ্ট্রপতির অভিনন্দন

/ ১০৪ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গ্রেট ব্রিটেন এবং নর্থ আয়ারল্যান্ডের রাজা তৃতীয় চার্লসকে রাজসিংহাসনে আরোহণের জন্য অভিনন্দন জানিয়েছেন। রোববার রাষ্ট্রপতি আবদুল হামিদ নতুন ব্রিটিশ রাজাকে এক পত্রের মাধ্যমে এ অভিনন্দন জানান।

তিনি ওই পত্রে বলেন, ‌‘আগামী দিনগুলোতে আমাদের দুই কমনওয়েলথ দেশের মধ্যে সম্পর্ক অব্যাহতভাবে আরও জোরদার নিশ্চিত করতে আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। ১০ সেপ্টেম্বর পাঠানো চিঠিতে লেখা হয়, ‘ফাস্ট লেডি এবং আমি বাংলাদেশে ঐতিহাসিক রাজকীয় সফরের জন্য মহামান্য আপনাকে এবং মহামান্য কুইন কনসোর্টকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।


রাষ্ট্রপতি রাজা এবং কুইন কনসোর্ট এবং গ্রেট ব্রিটেন এবং নর্থ আয়ারল্যান্ডের জনগণের সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু এবং অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

সূত্র: বাসস


আরো পড়ুন