• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন

তিন উইকেট হারিয়ে চাপে দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক / ১৫৮ বার পঠিত
আপডেট: শনিবার, ১৯ মার্চ, ২০২২

বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ৩১৫ রানের টার্গেটে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা।  টাইগারদের দেয়া বিশাল রান তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়েছে প্রোটিয়ারা। আর তাদের বিপদে ফেলেছেন পেসার তাসকিন আহমেদ।  তিনি দলীয় অষ্টম ওভারের প্রথম ও চতুর্থ বলে দুইটি উইকেট তুলে নেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তাসকিনের জোড়া উইকেটের সুবাদে ১৫ ওভার শেষে মাত্র ৫৯ রানেই তিনটি উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার শরিফুল ইসলাম। তিনি ওপেনার জানেমান মালানকে মাত্র ৪ রানে আউট করে দেন।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কাইল ভেরেইনা, ইয়ানেমান ম্যালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, রাসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, আন্দিলে ফিকোয়া, ডোয়াইন প্রিটোয়ারিয়াস, কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, লুঙ্গি এনগিডি।


আরো পড়ুন