• বুধবার, ০১ মে ২০২৪, ০৮:০২ পূর্বাহ্ন

কুমিল্লা ঘটনার মূল অভিযুক্ত সীমান্তে ঘোরাঘুরি করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক / ১৯৪ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

কুমিল্লার পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখা ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে চিহ্নিত করা হয়েছে।  বুধবার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ।

এদিকে এই ঘটনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, কুমিল্লার ঘটনার মূল অভিযুক্ত সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছে। সঙ্গে কোনো মোবাইল ফোনও নেই। মন্ত্রী আরও জানান, সর্বোচ্চ নজরদারিতে আছে অভিযুক্ত। ধরা পড়বে যেকোনো সময়।

কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, পুলিশের একাধিক সংস্থার তদন্তে ঘটনার মূল অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে।

গত বুধবার (১৩ অক্টোবর) সকালে কুমিল্লা নগরীর নানুয়া দীঘির উত্তরপাড় পূজামণ্ডপে কোরআন অবমাননার অভিযোগে ওই মণ্ডপে হামলা চালায় একদল লোক। সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। কুমিল্লার ঘটনার জের ধরে ওই দিন চাঁদপুরের হাজীগঞ্জ ও দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের মন্দির, মণ্ডপ ও দোকানপাটে হামলা–ভাঙচুর চালানো হয়।

কুমিল্লার ঘটনায় এ পর্যন্ত আটটি মামলা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ৪৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


আরো পড়ুন