• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:০৮ অপরাহ্ন

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ২ তরুণ সংগঠক নিহত, আহত ১

রিপোর্টার সাইফুল ইসলাম ফয়সাল / ৪৩৪ বার পঠিত
আপডেট: শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

কুমিল্লা ক্যান্টনমেন্ট সংলগ্ন কালাকচুয়া বাজার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের সময় বাইক ও ট্রাকের সংঘর্ষে দুইজন ঘটনাস্থলে নিহত হন এবং অন্য একজনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। নিহতরা কুমিল্লার আদর্শ সদর উপজেলার কাচিয়াতলি গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মো. নাজমুল হক সজল (২৮) ও বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর গ্রামের আমির হোসেনের ছেলে শরিফুল ইসলাম সোহাগ (২৭)। বিষয়টি নিশ্চিত করেছে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশের ওসি সাফায়েত হোসেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মোটরসাইকেলযোগে তিন যুবক কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে চান্দিনার একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। তারা বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া কাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সজল ও সোহাগকে মৃত ঘোষণা করেন। নিহত দুজন হেল্প ফর হিউম্যান কুমিল্লা জেলা ও মহানগর শাখার সভাপতি ছিলেন।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশের ওসি সাফায়েত হোসেন জানান, কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
নাজমুল হক সজলের জানাজার নামাজ আজ রাত সাড়ে ৮টায় (কাছিয়াতলি) তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। শরিফুল ইসলাম’র জানাজার নামাজ আজ রাত ৯ ঘটিকায় তাহার নিজ বাড়িতে (ফরিজপুর) অনুষ্ঠিত হবে। দুই জনের মৃৃৃৃৃৃত্যুতে কুমিল্লা জেলায় শোকের ছায়া নেমে এসেছে।


আরো পড়ুন