• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:২৯ অপরাহ্ন

কুমিল্লা বুড়িচংয়ে চোরাকারবারির সিএনজির চাপায় ১পথচারী মৃত্যু!

/ ৩২১ বার পঠিত
আপডেট: বুধবার, ১১ নভেম্বর, ২০২০

আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া-নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার বুড়িচং উপজেলার কুমিল্লা-বাগড়া সড়কের চোরাকারবারিদের একটি অটোরিকশা সিএনজি পুলিশের ধাওয়া খেয়ে দক্ষিণ গ্রাম এলাকায় এক পথচারীকে চাপা দিলে মঙ্গলবার(১০নভেম্বর) সন্ধ্যায় নান্নু মিয়া(৫৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এর আগে একই সড়কের শংকুচাইল এলাকায় পুলিশ সিএনজিটিকে থামানোর সংকেত দিলে চালক পুলিশের নির্দেশ অমান্য করে কর্তব্যরত এএসআই মামুনুর রশিদকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সুত্র জানায়,জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল বাজারের উত্তর পাশে  মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭ টায় নিয়মিত টহল দেওয়ার সময় কুমিল্লাগামী একটি সিএনজি অটোরিক্সাকে থামার সংকেত দেয় বুড়িচং থানার এএসআই মামুনুর রশিদের নেতৃত্বে একটি দল।সিএনজি চালক এসময় সিএনজি অটোরিক্সা দিয়ে ধাক্কা মেরে মামুনুর রশিদকে ফেলে দিয়ে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে।পুলিশ এসময় সিএনজি অটোরিক্সার পিছু ধাওয়া করলে প্রায় দু কিলোমিটার দুরে একই উপজেলার বাকশীমুল ইউনিয়নের দক্ষিণ গ্রাম বাজারে নান্নু মিয়াকে চাপা দেয়।

 

এসময় সিএনজি অটোরিক্সাটি ফেলে চালকসহ আরোহীরা পালিয়ে যায়।স্থানীয়রা নান্নু মিয়াকে উদ্ধার কওে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।পুলিশ পরিত্যক্ত অবস্থায় সিএনজি অটোরিক্সাটি উদ্ধার করেছে।নিহত নান্নু মিয়া বাকশীমুল ইউনিয়নের ধর্মনগর গ্রামের রুক মিয়ার ছেলে।এএসআই মামুন ঘটনার সত্যতা স্বীকার করে জানান,সিএনজি অটোরিক্সাটিতে মাদক পাচাঁরকারীরা ছিল।দক্ষিণগ্রামে দুর্ঘটনার পর চালকসহ মাদককারবারীরা মাদকসহ পালিয়ে যায়।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি মোঃমোজাম্মেল হক পিপিএম বলেন পুলিশের নিয়মিত কুমিল্লা -বাগড়া সড়কের রাজাপুর ইউনিয়ন এর শংকুচাইল এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান এবং তল্লাশি চলছে।মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ এস অাই মোঃমামুনুর রশীদ একটি অটোরিকশা সিএনজি কে সিগনাল দিলে তাকে ধাক্কা দিয়ে অভারটেক করে কুমিল্লার দ্রুত পালিয়ে যাচ্ছে।পিছন থেকে পুলিশ ধাওয়া করে এসময় দক্ষিণ গ্রাম বাজারে নান্নু মিয়াকে সিএনজিটি চাপা দেয় এবং রাত ৮টায় কুমেকে মৃত্যু বরণ করেন।এ বিষয়ে বুড়িচং থানায় মামলা প্রক্রিয়াধীন।অাটক করা চোরা কারবারিদের সিএনজি থেকে একটি মোবাইল উদ্ধার করা হয়েছে।


আরো পড়ুন