• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:১৯ পূর্বাহ্ন

স্বরূপকাঠি চার নং কুড়িয়ানা ইউনিয়ন এর চলছে নির্বাচনের আমেজ মিঠুন হালদার জনপ্রিয়তা শীর্ষে।

/ ২২৩ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

সুমন খান:- বিশ্ব শান্তির অগ্রদূত মাদার অফ হিউম্যানিটি গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী , জনো নেত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ রূপকার  তুমি, তুমি ই বাংলাদেশ সে ধারাবাহিকতায়। পিরোজপুর নেছারাবাদ স্বরূপকাঠি উপজেলা ৪ নং আটঘর কুড়িয়ানা ইউনিয়ন এর নির্বাচনের জনপ্রিয়তার শীর্ষে মিঠুন হালদার।

সাংগঠনিক সম্পাদক, পিরোজপুর জেলা পূজা উদযাপন পরিষদ। সহ-সভাপতি, আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ, স্বরূপকাঠি উপজেলা শাখা। সাবেক সহ-সভাপতি ও সাবেক যুগ্ন আহবায়ক, স্বরূপকাঠি উপজেলা ছাত্রলীগ। সাবেক সদস্য, হবক কমিটি, বরিশাল বি,এম কলেজ ছাত্রলীগ মিঠুন হালদার।

নির্বাচন কেন্দ্র করে চলছে এলাকাবাসীর আশা বর্ষা কে হবে গরিব-দুঃখীর মানুষের মাঝে মহান ব্যক্তি। তার ধারাবাহিকতা বজায় রেখে ,পরিবর্তনের আশা নিয়ে সবার আগেই ৮ নং কুড়িয়ানা ইউনিয়নের  নির্বাচন কে কেন্দ্র করে আগাম নির্বাচনী কার্যক্রম শুরু করে দিয়েছে মিঠুুন  হালদার । সবাইকে তাক লাগিয়ে এরি মধ্যে  কুড়িয়ানা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড চষে বেড়াচ্ছে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মিঠুন  হালদার । সকাল থেকে অধিক রাত্র পর্যন্ত চায়ের দোকান সহ বিভিন্ন এলাকা ও মহল্লায় ওয়ার্ডের ওলিগলিতে এবং বিভিন্ন  আনাচে-কানাচে হাটবাজার ঘাটে। নির্বাচনের প্রচার-প্রচারণা ও গন সংযোগ করে বেড়াচ্ছেন মিঠুন  হালদার। কুডিয়ানাবাসীর   স্বপন ইউনিয়ন পরিষদের নির্বাচনী ভাবনা নিয়ে ঠান্ডা মাথায় এগিয়ে চলছে সকলের দোয়া নিয়ে পথ চলা মিঠুন হালদারের । প্রতিটি ওয়ার্ডের , ওয়ার্ডে সাধারণ মানুষের সুকুণ্ঠ ভালবাসা নিয়ে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে একঝাক ভোটারা।

 

ভোর হলে মানুষের সেবায় নিয়োজি থাকেন তবে। দিনের  শুরু করে রাত্র দ্বিপ্রহর পর্যন্ত চলছে কুঁড়িয়ানা   ইউনিয়নের মধ্যে আলোচনা আর সাক্ষাৎ পর্ব। এদিকে স্থানীয় পর্যায়ে ইউনিয়নের সাধারণ ভোটাররাও ব্যাপক সাড়া দিচ্ছে আগামী দিনের চেয়ারম্যান প্রার্থী মিঠুন হালদার পক্ষে। নিঃস্বার্থ ভাবে প্রতিটি ওয়ার্ড থেকে পরিবর্তনের আশা নিয়ে মাঠে নেমে পড়েছে। ইউনিয়নবাসীরা যোগ্য নেতৃত্বে দেওয়ার মত পরিচ্ছন্ন ও নিঃস্বার্থ নেতা চায় ৪ নং ওয়ার্ডের কুড়িয়ানা ইউনিয়ন বাসীরা। বিগত সময়ের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে একজন মার্জিত ও নিরহংকার নেতা পেতে মরিয়া কুডিয়ানা ইউনিয়নবাসীরা।

 

কুডিয়ানা বাসীর লোকজন বলেন, আমরা বর্তমানে অনেক চেয়ারম্যান দেখেছি কিন্তু আমরা চাই সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ ভোট এবং চেয়ারমান যে মানুষের আশেপাশে সুখে দুঃখে পাশে থাকেন, সে আমাদের নেতা মিঠুন হালদার।ইউনিয়নের বহু লোকজন গণ মাধ্যম কর্মীদের জানান। আমরা সত্যের পথে পরিবর্তনের আশায় মাঠে নেমেছি ভালো ব্যাবহার সহ সুমুষ্ট আচরণ পাওয়ার নিমিত্তে “। এলাকার বেশীরভাগ লোকজন আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে পরিবর্তনের আশায় আগাম মাঠে নেমেছে দল বেধে। এদিকে মনের ক্ষোভে বহু মহিলা ভোটাররা সাহসী উচ্চারন করে জোরালো ভাষায় বলেন, গত নির্বাচনের মত এবার আর গায়ের জোরে ভোট কাটাকাটি হবে না। ভোটারদের মনের দাবি, শান্তি প্রিয় ও সাদা মনের মাননীয় মন্ত্রীর মহোদয় শম রেজাউল করিম।

 

স্বরূপকাঠি উপজেলার মধ্যে প্রতিটি ইউনিয়নের নির্বাচন হবে অবাধ ও নিরেপক্ষ। এদিকে মাননীয় মন্ত্রী এ্যাডঃ শ ম রেজাউল করিমের আর্শীবাদ নিয়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মিঠুন হালদার  গ্রীণ সিগনাল পেয়ে আগাম নির্বাচনের মাঠ গরম করে যাচ্ছে। করোনার আতঙ্কে আতঙ্কিত না হয়ে সাধারণ ভোটারদের নিয়ে স্বাস্থ্য বিধি মেনে চলে ইতিমধ্যে নিজ এলাকা সহ আটঘর, কুড়িয়ানা ইউনিয়নের সহ মাহমুদকাঠী , বেঙ্গলি ,জিন্দেকাঠী, আন্দাকুল, খায়েরকাঠি, সততা কাঠি, উপদাশ কাঠি, সকল স্তরের মানুষের পাশে সুখে-দুখে এবং করোনাকালীন অসহায় পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেন। নির্ভেজাল ও স্বচ্ছ মন মানসিকতা নিয়ে এরিমধ্যে প্রতিটি এলাকায় ব্যাপক সাড়া পাচ্ছে অকল্পনীয় ভাবে।

 

সরেজমিনে জেলার ও স্থানীয় গণ মাধ্যম কর্মীরা উপস্থিত ভাবে বিভিন্ন পেশার সাধারণ মানুষের নিয়ে আগাম মাঠ পর্যায়ে নির্বাচনী জরিপ পরিচালনা করেন। দৈনিক বাংলাদেশ বাণী, পত্রিকা ও ডিবিবি নিউজ ,দৈনিক আলোকিত বরিশালকে   মাঠ পর্যায়ে একঝাঁক সাহসী গণ মাধ্যম কর্মীরা জরিপ পরিচালনা করেন। সাধারণ ভোটারদের মধ্যে শতকরা ৮৫% ভোটাররা পরিবর্তনের আশায় আগাম মত প্রকাশ করেন। ৬৫% ভোটাররা বর্তমান  চেয়ারমান শেখর । মত প্রকাশ করেন। তবে ৫৫% ভোটাররা দলীয় প্রতিকের পক্ষে নয় বরং প্রতিক ছাড়া যোগ্য প্রার্থীর অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবি। অবশ্য  দৈনিক বাংলাদেশ বানী পত্রিকায়  আগাম নির্বাচনের মাঠ পর্যায়ে জরিপকে ৮৯% ভোটাররা সমর্থন দিয়েছেন। এদিকে নির্বাচনী ভাবনা নিয়ে জনমত জরিপে ৫৫% ভোটাররা শান্তিপ্রিয় ও মার্জিন প্রার্থী হিসাবে মিঠুন হালদার কে  চায়। বর্তমা।

 

তবে ৮৯% ভোটাররা জরিপে বলেছেন আগামী নির্বাচনে বর্তমান চেয়ারম্যান নৌকার টিকেট পাবেনা বলে মত প্রকাশ করেন। এদিকে ৬৮% ভোটাররা জরিপে বলেন মাননীয় মন্ত্রী শ ম রেজাউল করিমের আর্শীবাদ নিয়ে নৌকার টিকেট পাবে বলেই এলাকার লোকের দাবি। সর্বশেষ তথ্য মতে নেছারাবাদ উপজেলার মধ্যে পৌরসভা সহ সকল ইউনিয়নের মধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে। তাই আগে ভাগেই মাননীয় মন্ত্রীর আস্থার  মাধ্যম কর্মীদের জানান, আমি পরিবর্তনের আশায় আগাম নির্বাচনের মিশন নিয়ে কুড়িয়ানা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অলিগলিতে গণ সংযোগ করে যাচ্ছি। আমার আসল উদ্দেশ্য পাওয়ার জন্য নয় বরং ইউনিয়ন বাসীদের জন্য নিজেকে উজাড় করে দেওয়ার জন্য সদা প্রস্তুত।


আরো পড়ুন