• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:২৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও কানসাটে ভ্রাম্যমাণ আদালতের ১৬ লাখ টাকার মোবাইল জব্দ!

/ ২১০ বার পঠিত
আপডেট: শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও কানসাট বাজারে অভিযান চালিয়ে ভারতীয় ৮৩টি চোরাই স্মার্ট মোবাইল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে দুই মোবাইল ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

দন্ডপ্রাপ্ত হচ্ছে- শিবগঞ্জ পৌর এলাকার দৌলতপুর মোল্লাটোলা গ্রামের আ আবদুর রাকিব সনি ও দৌলতপুর গ্রামের মনিরুল ইসলাম। শনিবার দুপুরে অভিযান চালিয়ে চোরাই স্মার্ট মোবাইলগুলো জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালতে নেতৃত্বে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব আল-রাব্বি।

তিনি জানান, দুপুর ১২টার দিকে বিজিবির সহযোগিতায় শিবগঞ্জ ও কানসাট বাজারের বিভিন্ন মোবাইলের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চোরাই পথে আসা ৮৩টি মোবাইল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৬ লাখ ৬০ হাজার টাকা। এ সময় মোবাইল ব্যবসায়ী সনিকে ৫ হাজার ও মনিরুলকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জব্দকৃত মোবাইলগুলো ধ্বংস করা হবে বলে জানান ভ্রাম্যমান আদালতের বিচারক সাকিব আল-রাব্বি।


আরো পড়ুন