এম এ হাসান,টেকনাফ নিজস্ব প্রতিবেদকঃ- কক্সবাজারের টেকনাফ বাহারছড়া উত্তর শিলখালী আল হেরা এবতেদায়ী নুরানী মাদ্রাসার ৪র্থ শ্রেণির শিশুকে রোহিঙ্গা শিক্ষক ধর্ষণের অভিযোগে নুরুল হককে আটক করছে বাহারছড়া থানা পুলিশ
।
বৃহস্পতিবার (১লা অক্টোবর) রাত সাড়ে ১০ টায় টেকনাফ মাঠ পাড়া পাহাড়ি দুর্গম এলাকা থেকে বাহারছড়া তদন্ত কেন্দ্রের নবাগত ইনচার্জ নুর মোহাম্মদের নেতৃত্বে তাকে আটক করা হইয়েছে , শিশুকে আসরের নামাজের পর স্থানীয় মাঝের পাড়া মসজিদের উপরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। ফলে প্রচুর রক্তকরণে মুমূর্ষু অবস্থায় রেখে পালিয় যায় ধর্ষক, পরে শিশুকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়ে। ধর্ষককে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।