• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন

পরাজিত হলেও ক্ষমতা ছাড়তে অনীহা ট্রাম্পের!

/ ৩২৬ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

৩ নভেম্বরের নির্বাচনে পরাজিত হলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে অনীহা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউজে প্রেস ব্রিফিংকালে এমন প্রতিক্রিয়া জানান তিনি। ট্রাম্পের দাবি, যদি তিনি পুনরায় জয়ী না হন, তাহলে সেখানে ডাকযোগে জাল ভোট পড়েছে, তা নিশ্চিত প্রমাণিত হবে । কারণ তিনি বিশ্বাস করেন, অধিকাংশ মার্কিনিই আবারো তাঁকেই ভোট দেবেন।

তিনি বলেন, ৬ মাস থেকেই তিনি ডাকযোগের ব্যালটকে বিপজ্জনক হিসেবে উল্লেখ করে আসছেন । এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে, আগের যেকোনো সময়ের চেয়ে ১০ গুণ বেশি ভোট ডাকযোগে পড়বে বলে মনে করা হচ্ছে। করোনা মহামারির কারণে আগামী ৩ নভেম্বর কেন্দ্রে না গিয়ে ডাকযোগে ভোট দেয়াকে নিরাপদ মনে করছেন ভোটাররা।


আরো পড়ুন