• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:৫৭ অপরাহ্ন

কথা রাখেনি রেল; কাউন্টার থেকে অনেকে ফিরেছে খালি হাতে

/ ৩২৩ বার পঠিত
আপডেট: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
কথা রাখেনি রেল; কাউন্টার থেকে অনেকে ফিরেছে খালি হাতে
কথা রাখেনি রেল; কাউন্টার থেকে অনেকে ফিরেছে খালি হাতে

আজ শনিবার থেকে রেলের টিকিট আনুষ্ঠানিকভাব কাউন্টারে বিক্রি শুরু হয়েছে। কিন্তু টিকিট কিনতে গিয়ে যাত্রীরা জানতে পারেন, ২১ সেপ্টেম্বরের আগে কাউন্টারে টিকিট পাওয়া যাবে না। এ নিয়ে যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

শনিবার কমলাপুর রেলস্টেশনে যে কয়জন টিকেট নিতে গিয়েছেন তারা সবাই ফিরে এসেছেন। কাউন্টার থেকে বলা হয়েছে ২১ তারিখ এর আগের কোনও টিকেট কাউন্টার থেকে দেওয়া হচ্ছে না। কারণ ২১ সেপ্টেম্বরের আগের সব টিকেট অনলাইনে বিক্রি হয়ে গেছে।

এর আগে জানানো হয়, বর্তমানে টিকিট বিক্রি হওয়া ৫০ শতাংশ আসনের অর্ধেক আসন পাওয়া যাবে কাউন্টারে। তবে অনলাইনে ১০ দিন আগের টিকেট দেওয়া থাকে এবং তার শতভাগই বিক্রি হয়ে গেছে। সে কারণে আপাতত এই ২১ সেপ্টেম্বরের আগের কোনও টিকিট কাউন্টারে মিলবে না


আরো পড়ুন