• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:৩৬ অপরাহ্ন

এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের পাসের হার ৭৭.৭৪ শতাংশ

/ ৩০৮ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯

সাইফুল ইসলাম ফয়সাল:(কুমিল্লা প্রতিনিধিঃ)
এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের পাসের হার ৭৭.৭৪ শতাংশ। এই বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৩৭৫ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এ বছর এ বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে।
বুধবার দুপুরে কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, চলতি বছর এ বোর্ডের অধীন কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় ৯৫ হাজার ২৮০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

পাশ করেছে৭৩,৩৫৮ জন।কু‌মিল্লা শিক্ষা‌বোর্ডে এইচএস‌সি পরীক্ষায় ৩৮৮টি শিক্ষাপ্র‌তিষ্টান ১৮৬টি কে‌ন্দ্রে ৯৫ হাজার ২৮০জন পরীক্ষার্থী অংশ নেন। তারম‌ধ্যে ৪৩ হাজার ৬৮৫জন ছেলে ও ৫১হাজার ৫শ ৯৫জন মে‌য়ে শিক্ষার্থী। এর ম‌ধ্যে নিয়‌মিত শিক্ষার্থী ৯৪হাজার ১শ২১জন। গতবছর ফেল ক‌রে‌ছে ২৭হাজার ৯শ৮০জন। গতবছর পাশের হার ছি‌লো ৬৫ দশ‌মিক ৪২ শতাংশ।গতবছর পাশ করেছে ৬৭হাজার ৮ শ ২০জন


আরো পড়ুন