• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৪৩ অপরাহ্ন

ঝালকাঠিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালন

/ ৪০ বার পঠিত
আপডেট: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। সারাদেশে দিনটি জাতীয় শিশু-কিশোর দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

দিবসটি উদযাপনে ঝালকাঠির সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোয় জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

রবিবার (১৬ মার্চ) সকাল ১০টায় ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, পুলিশ সুপার মোহাম্মদ আফরূজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় জেলা প্রশাসক এর সাথে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল এবং পুুলিশ সুপার এর সাথে জেলা পুলিশ কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও ঝালকাঠির বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল এবং শিশু সমাবেশে অনুষ্ঠিত হয়।


আরো পড়ুন