• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:৫১ অপরাহ্ন

চট্টগ্রামে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা: ৩৭পুলিশ সদস্য পেল পুরস্কার

/ ৩২ বার পঠিত
আপডেট: শনিবার, ১৬ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:
১৬ মার্চ( চট্রগ্রাম) নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরের কনফারেন্স হলে সিএমপির ফেব্রুয়ারি -২০২৪ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ১৬ মার্চ শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণ পদ রায়,বিপিএম (বার),পিপিএম (বার)।

পুলিশ কমিশনার সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্যে নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং এই ধারা অব্যাহত রাখার জন্য সকল থানা ও বিভাগকে যৌথভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন।

তিনি সকল জোনের ডিসিদের তাদের আওতাধীন এলাকায় মাদক ও ছিনতাই প্রতিরোধে অধিকতর তৎপর হতে নির্দেশ দেন। এছাড়াও ট্র্যাফিক বিভাগকে আরো গতিশীল হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। সভায় আরো উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস), আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার ( ট্র্যাফিক)মাসুদ আহাম্মদ, বিপিএম-সেবা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা (অতিরিক্ত ডিআইজি সহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভায় ফেব্রুয়ারি২৪”মাসে ভালো কাজের জন্য বিভিন্ন ক্যাটেগরিতে ৩৭ জন পুলিশ সদস্যকে নগদ অর্থ সহ পুরস্কার প্রদান করা হয়।
শ্রেষ্ঠ বিভাগের ডিসি হিসেবে নির্বাচিত হয়েছেন নিহাদ আদনান তাইয়ান, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম),শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হিসেবে নির্বাচিত হয়েছেন মো: মঈনুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (পাহাড়তলী জোন),
শ্রেষ্ঠ থানা-আকবরশাহ (গোলাম রব্বানী-পুলিশ পরিদর্শক ), গোয়েন্দা বিভাগের শ্রেষ্ঠ টিম মো. মনির হোসেন,পুলিশ পরিদর্শক (নিঃ), ডিবি-পশ্চিম,শ্রেষ্ঠ এসআই-১ম এসআই(নিঃ)মো: আব্দুল্লাহ, বায়েজিদ বোস্তামী থানা,শ্রেষ্ঠ এসআই-২য় এসআই (নিঃ) আনোয়োর হোসেন, বাকলিয়া থানা,শ্রেষ্ঠ এএসআই-১ম এএসআই (নিঃ) সোহেল আহমেদ, পাঁচলাইশ থানা, শ্রেষ্ঠ এএসআই-২য় এএসআই (নিঃ) রাজীব দে, খুলশী পুলিশ ফাঁড়ি, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এসআই এসআই (নিঃ) মো: আব্দুল্লাহ,বায়েজিদবোস্তামী ,শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই এএসআই (নিঃ) সোহেল আহমেদ, পাঁচলাইশ থানা,শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার এসআই (নিঃ) সৈয়দ মাইন উদ্দিন আহাম্মদ ফয়সাল, পাহাড়তলী থানা,শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই (নিঃ) সুফল কুমার দাস, পাহাড়তলী থানা, শ্রেষ্ঠ চোরাইগাড়ী উদ্ধারকারী অফিসার এসআই (নিঃ) আনোয়োর হোসেন, বাকলিয়া থানা। আগামী তে আরো সুন্দর ও সু- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে পুলিশ কে সত্যিকার অর্থে জণগনের বন্ধু হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।


আরো পড়ুন