• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১১:০৩ অপরাহ্ন

চট্টগ্রামে গরিব-দুঃখীদের জন্য ‘বিদ্যানন্দ ফাউন্ডেশনের ইফতার আয়োজন

/ ৪৭ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:
আজ নগরীর হাজার হাজার সুবিধা বঞ্চিতদের মুখে মানসম্পন্ন খাবার তুলে দেয় বিদ্যানন্দ ফাউন্ডেশন। মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর সিআরবিতে চার থেকে পাঁচশ হতদরিদ্র, নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ ইফতার করতে আসেন।
বিদ্যানন্দের আয়োজনে ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহযোগিতায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য এই ইফতারির ব্যবস্থা করা হয়। এ সময় স্বেচ্ছাসেবীর পোশাকে তাদের খাবার বিতরণ করেন মান্যবর সিএমপি কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার),পিপিএম (বার)।

চট্টগ্রামের এই আয়োজনে‌পুলিশ কমিশনার বলেন, ‘বিদ্যানন্দ সাধারণ মানুষের জন্য কাজ করছে। আনন্দগুলো যাতে আমরা সবাই ভাগাভাগি করে নিতে পারি, সে জন্য তারা কাজ করছে।
আমাদের দেশে অনেকে আছে যাদের খাবার নেই, বাসস্থান নেই। সবার সাথে আনন্দ ভাগাভাগি করার তাদের যে কার্যক্রম সেখানে সিএমপি সবসময় তাদের সাথে সম্পৃক্ত ছিল। সেখানে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।


আরো পড়ুন