• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন

রংপুরের তারাগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

/ ৩৫৪ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯

মোঃ রহমত মন্ডল:জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর ” প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা হল রুমে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান লিটন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তারাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আতিয়ার রহমান , ভাইস চেয়ারম্যান গোলাম সাইদেল কাওনাইন (বায়োজিদ বোস্তামী) মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াছমিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হোসনেয়ারা বেগম ,ডাঃ জাহিদুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আলী হোসেন, আলমপুর ইউ.পি চেয়ারম্যান মন্জুর কাদের চৌধুরী সবুজ ,ল্যাম্ব এর টি.সি. মাসুদ রানা, রেজিনা বেগম, মাহবুবার রহমান, আজিজুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা, জনসংখ্যা নিয়ন্ত্রন করে সুখী ও সমৃদ্ধ দেশ গড়তে সকলের প্রতি আহ্বান জানান।


আরো পড়ুন