• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:১৬ অপরাহ্ন

ঠাকুরগাঁও-৩ উপজেলা নেকমরদ কেন্দ্রে দুপুর পর্যন্ত ২০টি ভোট পড়েছে

/ ১৬৫ বার পঠিত
আপডেট: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলা) আসনের উপনির্বাচনে সকাল সাড়ে আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল চারটা পর্যন্ত।

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১টা পর্যন্ত নেকমরদ আলিমুদ্দিন উচ্চবিদ্যালয় কেন্দ্রে মাত্র ২০টি ভোট পড়েছে।

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, এই কেন্দ্রে মোট ভোটার ২১৯০ জন।

ঠাকুরগাঁও-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও রংপুর বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন জানান, বুধবার সকাল থেকে নির্বাচনী এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে আইনশৃঙ্খলার বাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রতিটি কেন্দ্রে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরো পড়ুন