• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন

তুরাগে সাজাপ্রাপ্ত নারী আসামি গ্রেফতার: ছেড়ে দেয়ার পাঁয়তারা!!

/ ২৬১ বার পঠিত
আপডেট: সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯

ঢাকা ২৫ নভেম্বর ২০১৯: তুরাগ থানা পুলিশ সাজাপ্রাপ্ত নারী আসামি শাহেদা ওবায়েদকে সোমবার সন্ধ্যায় আটক করেছে। তুরাগ থানার এসআই জাকির হোসেন তাকে তুরাগের বাসা থেকে ব্যাংকের প্রতিনিধির উপস্থিতিতে গ্রেফতার করে। ইসলামী ব্যাংকের ৫ কোটি টাকার বিপরীতে চেকের মামলায় আদালত তাকেসহ তার স্বামিকে সাজা প্রদান করেন। সাজা হওয়ার দুই বছর পর পুলিশ তাকে আটক করতে সক্ষম হন পুলিশ। এই মামলায় আরেক আসামি কেবিএম ওবায়েদ তিনি পলাতক রয়েছেন।

ইসলামি ব্যাংকের অফিসার মাজহারুল ইসলাম জানিয়েছেন, ব্যাংকের দায়েরকৃত মামলায় ঢাকার একটি আদালত তাদের রিুদ্ধে সাজা প্রদান করেন। দীর্ঘদিন তারা পলাতক ছিলেন।

তুরাগ থানার ওসি নুরুল মোত্তাকিন ০১৭১৩৩৭৩১৬৩ জানিয়েছেন ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত কিনা সে বিষয়ে আমরা যাচাই করে দেখতেছি।

উত্তরা থানার এসি ০১৭১৩৩৭৩১৬০ জানিয়েছেন, থানায় ওয়ারেন্টের কপি পৌঁছেনি। আগামিকাল ওয়ারেন্টের কপি পৌঁছাতে বলেছেন।

তবে একটি সূত্র জানিয়েছেন, সাজাপ্রাপ্ত আসামি শাহেদা ওবায়েদকে ওয়ারেন্ট যাচাই বাছাইয়ের কথা বলে তুরাগ থানা থেকে ছেড়ে দেয়া হচ্ছে।

তবে ইসলামি ব্যাংক কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন তার বিরুদ্ধে সাজা এবং ওয়ারেন্ট রয়েছে। পুলিশ এই আসামি ছেড়ে দেয়ার এখতিয়ার রাখেনা।


আরো পড়ুন